শেয়ার করুন বন্ধুর সাথে

তল অর্থ

তল [ tala ] বি. ১. নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); ২. মূলদেশ (বৃক্ষতল); ৩. জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); ৪. উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); ৫. ক্ষেত্র (সমতল); ৬. করতল, হাতের চেটো (তলপ্রহার); ৭. অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)।;[সং. √ তল্ + অ]।;তলদেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)।;তলপেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ।;তলপ্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত।;তলযুদ্ধ বি. ১. মল্লযুদ্ধ; ২. চড় মেরে পরস্পরের মারামারি।;তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছে আমরা তো জানতেই পারিনি)।;[তল্‌] (বিশেষ্য) ১ অধোভাগ; নিম্নদেশ; যে অংশ নীচে অবস্থিত (পদতল)। ২ মুল (বৃক্ষতল)। ৩ পুকুর নদী সাগর প্রভৃতির জলের নিম্নস্থ ভূমি (নদীতল)। ৪ উপরিভাগ; উপরের অংশ (ধরাতল)। ৫ ক্ষেত্র (স্থান, সমতল)। ৬ হাতের চেটো (করতল)। ৭ গৃহাদির তলা (ত্রিতল)। তলপেট (বিশেষ্য) উদরের নিম্নাংশ; নাভি ও মূত্রাশয়ের মধ্যবর্তী দেহাংশ। তল প্রহার (বিশেষ্য) চড়; চপেটাঘাত। তলেতলে (ক্রিয়াবিশেষণ) গোপনে; নিজেকে গোপন করে; গুপ্তভাবে। {(তৎসম বা সংস্কৃত) √তল্‌+অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ