শেয়ার করুন বন্ধুর সাথে

উত্থাপন অর্থ

উত্থাপন [ utthāpana ] বি. ১. কথা তোলা, প্রস্তাব করা, প্রসঙ্গ তোলা (প্রস্তাব উত্থাপন করা); ২. উল্লেখ।[সং. উত্ + √ স্হা + ণিচ্ + অন]।উত্থাপক–বিণ. বি. উত্থাপনকারী, প্রস্তাবক; উত্তোলক।উত্থাপিত–বিণ. উত্থাপন করা হয়েছে এমন (প্রসঙ্গ উত্থাপিত হয়নি)।[উত্‌থাপোন্] (বিশেষ্য) ১ প্রসঙ্গের অবতারণা। ২ প্রস্তাবনা। ৩ উত্তোলন। ৪ উল্লেখ। উত্থাপক (বিশেষণ) (বিশেষ্য) ১ প্রস্তাবকারী; প্রস্তাবক। ২ উত্থাপনকারী। ৩ উত্তোলনকারী। উত্থাপনীয় (বিশেষণ) ১ উত্থাপন করা চলে এমন; উত্থাপনযোগ্য। ২ উত্থাপন করতে হবে এমন। উত্থাপিত (বিশেষণ) উত্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+ণিচ্+অন(ল্যুট্)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ