শেয়ার করুন বন্ধুর সাথে

উৎপন্ন অর্থ

[উত্‌পন্‌নো] (বিশেষণ) ১ জাত; সৃষ্ট; নির্মিত। ২ উৎপাদিত; প্রস্তুত। ৩ উদ্ভূত। উৎপন্ন করা (ক্রিয়া) জন্মানো; সৃষ্টি করা। উৎপন্নমতি (বিশেষণ) ১ উপস্থিত বুদ্ধিসম্পন্ন। ২ বুদ্ধিমান। উৎপন্নমতিত্ব (বিশেষ্য) উপস্থিত বুদ্ধিমত্তা; প্রয়োজনীয় দ্রুতচিন্তার ক্ষমতা। (জয়শ্রী উৎপন্ন মতিত্ববলে এক উপায় স্থির করিয়া কহিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্‌+ত(ক্ত)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ