শেয়ার করুন বন্ধুর সাথে

গরম অর্থ

গরম [ garama ] বি. ১. উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); ২. গ্রীষ্ম (গরমের সময়) ; ৩. ঔদ্ধত্য (কথার গরম); ৪. দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); ৫. বিকার, রোগ (পেট গরম)।;☐ বিণ. ১. উষ্ণ, তপ্ত (গরম জল); ২. গ্রীষ্ম (গরম কাল) ; ৩. শীতনিবারক (গরম জামা); ৪. উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); ৫. কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); ৬. চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; ৭. উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); ৮. টাটকা (গরম খবর)।;[ফা. গর্ম্]।;গরম গরম, গরমাগরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)।;গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা।;গরম মোজা বি. পশমি মোজা।;কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ।;গুমোট গরম, ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।;পচা গরম – ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম।;[গরোম্‌] (বিশেষ্য) ১ তাপ; উত্তাপ (আজ খুব গরম)। ২ গ্রীষ্মকাল। ৩ দপ; অহংকার; গর্ব; ঔদ্ধত্য; উগ্রতা (টাকার গরম)। ৪ রোগ; অসুস্থতা; পীড়া (পেট গরম)। □ (বিশেষণ) ১ তপ্ত (গরম পানি) ২ ত্রুদ্ধ; রুষ্ট (মনে মনে গরম হচ্ছি-মনোজ বসু)। ৩ শীতনিবারক (গরম কাপড়)। ৪ উদ্ধত; উগ্র; চড়া (গরম মেজাজ)। ৫ কড়া; তীব্র; ভর্ৎসনাপূর্ণ (গরম সমালোচনা-ডাঃ লুৎফর রহমান)। ৬ গ্রীষ্ম (গরম কাল)। ৭ উত্তেজক (গরম মসলা)। ৮ মহর্ঘ; চড়া (গরম বাজার)। ৯ উত্তেজনাপূর্ণ; শান্তিভঙ্গের জন্য উন্মুখ (গরম পরিস্থিতি)। টাটকা; সদ্যপ্রাপ্ত (গরম খবর)। গরম গরম, গরমাগরম (বিশেষণ) খোলা থেকে সদ্য নামানো; সদ্য ভাজা; টাটকা ভাজা (গরমাগরম নিয়ে আসে-মনোজ বসু)। গরম মসলা (বিশেষ্য) এলাচ লবঙ্গ দারুচিনি প্রভৃতি উত্তেজক মসলা (কবিতা লেখার মসলা পেলেই হ’ল, তা নাই বা হ’ল গরম মসলা-(কাজী নজরুল ইসলাম))। গরম মোজা (বিশেষ্য) পশমি মোজা। কুসুম কুসুম গরম (বিশেষণ) ঈষদুষ্ণ; সামান্য গরম; কবোষ্ণ। গা গরম (বিশেষ্য ) সামান্য জ্বর। নরম-গরম (বিশেষ্য) মৃদু ও কড়া ভর্ৎসনা। মাথা গরম হওয়া (ক্রিয়া) ((আলঙ্কারিক)) ক্রুদ্ধ বা রাগান্বিত হওয়া। গরমানো (ক্রিয়া) উষ্ণ হওয়া; অহংকৃত বা রাগান্বিত হওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(ফারসি) গরম; (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ম};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ