শেয়ার করুন বন্ধুর সাথে

খামচ, খামচা অর্থ

[খামোচ্‌, খাম্‌চা] (বিশেষ্য) ১ সবগুলো নক দ্বারা আঘাত বা আকর্ষণ। ২ থাবা; খাবল। খামচাখামচি (বিশেষ্য) ১ পরস্পর নখাঘাত, আঁচড়াআঁচড়ি। ২ কাড়াকাড়ি। খামচানো (ক্রিয়া) সবগুলি নখ দ্বারা আঘাত করা বা খাবলানো। ¨ ( বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। খামচি (বিশেষ্য) ১ নখ দ্বারা আঘাত; নখ দ্বারা আঁচড় (এখুনি এসে মুখের উপর খামচি বসিয়ে দেবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছোট থাবা বা খাবল পরিমাণ। {(আরবি) খম্‌সাহ্‌};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ