শেয়ার করুন বন্ধুর সাথে

খামখেয়াল অর্থ

খামখেয়াল [ khāma-khēẏāla ] বি. চিত্তের অস্হিরতা; হঠাত্ বা অদ্ভুত খেয়াল; অদ্ভুত বা অসার কল্পনা।;[ফা. খাম্ + আ. খেয়াল]।;খামখেয়ালি বিণ. অদ্ভুত খেয়ালবিশিষ্ট; খেয়ালের বশে হঠাত্ হঠাত্ কোনো কাজ করে বসে এমন (আমার বাবা ছিলেন খুব খামখেয়ালি লোক)।;খামখেয়ালিপনা বি. খেয়ালি বা খামখেয়ালি স্বভাব (খামখেয়ালিপনার জন্য তার যথেষ্ট ক্ষতি হয়েছে)।;[খাম্‌খেয়াল্‌] (বিশেষ্য) ১ চঞ্চলচিত্ততা; অস্থিরমতি; অপরিণত খেয়াল। ২ অদ্ভুত বা উদ্ভট বা অস্বাভাবিক খেয়াল বা ইচ্ছা; আজগুবি খেয়াল। ৩ মর্জি; খেয়ালখুশি। ৪ অকারণ বা অযৌক্তিক ইচ্ছা বা কল্পনা; কল্পনাবিলাস। ¨ (বিশেষণ) অস্থিরচিত্ত; কল্পনাবিলাসী। খামখেয়ালি, খামখেয়ালী (বিশেষ্য) অস্থিরমতিত্ব (তোমার এ সব খামখেয়ালি ছাড়ো)। ¨ (বিশেষণ) অকারণ বা অযৌক্তিক খেয়াল-খুশিমতো চলার স্বভাববিশিষ্ট (কাব্য সাহিত্যে আর একজন খামখেয়ালী মানুষ আছেন, তিনি হচ্ছেন মধুসূদন -মুহম্মদ মনসুরউদ্দীন)। খামখেয়ালি-পনা বি। {(ফারসি) খাম (আরবি) খায়াল};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ