শেয়ার করুন বন্ধুর সাথে

খাপা ২, খাপ্পা অর্থ

[খাপা, খাপ্‌পা] (বিশেষণ) ক্রুদ্ধ; ক্ষিপ্ত (ক্রুদ্ধ মূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খাপা হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর; তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন- সুরা; বাকিটুকু না শুনলে খাপ্পা হবে ধরমরাজ- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) খফাহ্‌; (ফারসি), খপাহ্‌};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ