শেয়ার করুন বন্ধুর সাথে

খাপরা, খাবরা, খাপরা অর্থ

[খাপ্‌রা, খাব্‌রা, খপ্‌রা] (বিশেষ্য) ১ কলসি হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা। ২ খোলা; ঘর ছাওয়ার টালি (সামনের ওই খাপরা-ছাওয়া বস্তিখানার চালে-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ মাটি বা পাথরের পাত্রবিশেষ (চিরটা কাল আগুনের খাপরা বুকে নিয়ে কাল কাটাতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর+ (বাংলা) আ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ