Share with your friends
HALIMA AKHI

Call

PCR  এর পূর্ণরূপ  হলো   Polymerase  China  Reaction  

Talk Doctor Online in Bissoy App
Call

আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে কোনো সৎকর্ম সম্পাদন করা উত্তম। তাই কেউ যদি ফরজ নামাজের পরে পরিক্ষায় ফাস্ট হওয়ার জন্য ২ রাকাত নফল নামাজ পড়ে এটা জায়েজ।

অথবা, কেউ যদি নিম্নরুপ মান্নত করে সফল হলে দুই রাকাত নফল নামাজ আদায় করতে কোনো বাধা-নিষেধ নেই।

সাধারণত কোনো বিশেষ উদ্দেশ্যে সাধনের লক্ষে কোনো কিছু উৎসর্গ করাকে মানত বলা হয়। ইসলামের দৃষ্টিতে মানত করা জায়েজ।

এ বিষয়ে আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তারা যেন তাদের মানতসমূহ পূর্ণ করে। (আল-হজ্জঃ ২৯)।

হাদিসে বাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর জন্য মানত করে, সে যেন একে আদায় করে। তবে কোনো উদ্দেশ্যে হাসিলের জন্য অবশ্যই মানত করতে হবে এমন বাধ্যতামূলক বিধি-বিধানও ইসলামে নেই।

তবে কেউ যদি মনে করেন, আমি এ কাজে সফল হলে দুই রাকাত নফল নামাজ আদায় করব এতে কোনো বাধা-নিষেধ নেই।

যেমন কেউ নিয়ত করল, আমি পরীক্ষায় কৃতকার্য হলে দশবার অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করব। এমন মানত বৈধ হবে না। কারণ, নফল নামাজ আদায় ও অজু করার বিষয়টি উত্তম কাজ হলেও কোনো নামাজ আদায়ের পূর্বে দশবার অজু করার বিধান নেই। এ জন্যে তার মানত শুদ্ধ হবে না।

Talk Doctor Online in Bissoy App