গত দূইদিন থেকে প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়। গতকালকে লক্ষ করলাম প্রস্রাব শেষের সময় প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত ক্ষরন হচ্ছে।

আজকে লক্ষ করছি প্রস্রাবের রাস্তা দিয়ে পূজ বের হচ্ছে? হালকা জ্বর ও মাথা ব্যাথাও অনুভব করছি


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অতি দ্রুত একজন মেডিসিন বা ইউরোলজি বিভাগের ডাক্তার দেখাবেন।  

কিছু টেস্ট অবশ্যই করতে হবে। যেমন, S.creatinine, Urine routine test, cbc,  Usg of whole abdomen / KUB. 

মোটেও দেরি করবেন না।  দ্রুতই যান ডাক্তারের কাছে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ