Call

ফিক্যাল ক্যালপ্রোটেকটিন আমাদের শরীরে কিছু পরিমাণে থাকে। কিন্তু,  যদি কারো বহুদিনের ডায়রিয়া থাকে, পেট ফুলে থাকে, পেটব্যথা থাকে, কোলনে সমস্যা থাকে তাহলে এই ফিক্যাল ক্যালপ্রোটেকটিন নামক উপাদান টি শরীর থেকে বেশি পরিমাণে বের হয়ে যায়। 

পরিপাকতন্ত্রে ( নাড়িভুড়ি তে )  কোন প্রদাহ আছে কিনা তা জানার জন্য এই টেস্ট টি করা হয়ে থাকে। 

স্টুল ( মানুষের মল )  পরীক্ষা করে এই উপাদান টি সম্পর্কে জানা যায়।  মানুষের মলে যদি এই উপাদান টি বেশি পরিমাণে থাকে তাহলে ধরে নেয়া হয় যে পরিপাকতন্ত্রে প্রদাহ আছে।  

Talk Doctor Online in Bissoy App