Ezoic একটি এড পাবলিশার নেটওয়ার্ক৷ এটি গুগোল AdSense থেকে অনেক ভালো। এর মাধ্যমে নরমালি AdSense-এর চেয়ে 50%-100% বেশি ইনকাম হয়।  Ezoic-এর আরও একটি সুবিধা হলো; এখানে Premium (Paid) নামক একটি অপশন আছে, যেটা ব্যবহার করলে, ইনকাম অনেক বেড়ে যায়। Ezoic-এ সাইট এপ্রুভ করানোর জন্য মাসে কমপক্ষে 10,000 Page view লাগে। তবে আপনি যদি 10,000 Page view নিয়ে আবেদন করেন, তাহলে সাইট   বেশির ভাগ ক্ষেত্রেই এপ্রুভ নাও হতে পারে। সবচেয়ে ভালো হয়, সাইটে যখন 15,000-20,000 Page view হবে, তখন আবেদন করা।  তবে আরেকটি কথা, সাইটে যদি ইউরোপীয় ভিজিটর বেশি থাকে তাহলে 10,000 Page view দিয়েও সাইট এপ্রুভ হয়ে যেতে পারে। Ezoic হলো Google Ads Partner; সুতরাং Ezoic-এ এপ্রুভ  পেতে হলে সাইটে আগে থেকেই AdSense থাকতে হবে। অথবা সাইট AdSense-এর Approval-এর জন্য উপযুক্ত থাকতে হবে।  Ezoic-এর বেশ কিছু লিমিটেশনও আছে। যেমন-  * Ezoic ইংরেজি ছাড়া অন্য কোন ভাষার সাইট অনুমোদন করে না। * এদের এডগুলো ব্যবহার করলে সাইটের লোডিং স্পিড একটু বেড়ে যায়। * এরা PST ফলো করে, ফলে আপনার এনালাইটিক্স-এ ভেজালে পড়তে পারেন। তবে এইটা কোন সমস্যা না। যেহেতু আমরা GMT ফলো করি, সেহেতু একটু ভেজাল হয়ে যায়। 

Talk Doctor Online in Bissoy App