শেয়ার করুন বন্ধুর সাথে

ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে আয় হালাল হবে , তবে তার সুদ দেওয়ার জঘন্যতম গোনাহ হবে। পবিত্র হাদিস শরিফে আছে-সুদ দেওয়া ও নেওয়া উভয়টি সমান অপরাধ। সুদি মুআমালায় সম্পৃক্ত হওয়া আল্লাহতাআলার সঙ্গে যুদ্ধ করার শামিল। সুদ এমন একটি ভয়াবহ গোনাহ যার ভয়াবহতা মহান আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, ‘সুদের ভয়াবহতা জানার পরেও যদি তোমরা ছেড়ে না দাও, তবে আল্লাহ ও তার রাসুলের (সা.) সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হও।’ (সুরা বাকারাহ-২৭৯)। কত বড় মারাত্মক কথা, আল্লাহতাআলা খালেক হয়ে সামান্য মাখলুকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। পুরো পবিত্র কোরআন শরিফে মাত্র এ একটি জায়গায় আল্লাহতাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এখানে মূলত যুদ্ধ ঘোষণা উদ্দেশ্য নয় বরং সুদের ভয়াবহতা বর্ণনা করা উদ্দেশ্য। অনুরূপভাবে হাদিসে যে সুদ নেয় ও দেয় উভয়ের ওপর লানত এসেছে। কাজেই কোনো মুমিন কখনো আল্লাহতাআলার সঙ্গে যুদ্ধ করতে সুদ নিতে পারে না, দিতেও পারে না। এ যুদ্ধের ফলে দেখা যায়, সুদদাতা ও গ্রহীতা উভয়েই আখেরে চূড়ান্ত পর্যায়ে অবর্ণনীয় ধসের সম্মুখীন হয়।কারও বাহ্যিকতায় খুব লাভবান মনে হলেও তা খুবই সাময়িক এবং খোঁজ নিলে তার ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে এমন সব দুঃখ-দুর্দশার কথা জানা যায়, যা তার অর্থোপার্জনের সব সুখকে হারাম করে দেয়। সুখের জন্যই অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন, তা-ই হয়ে ওঠে জীবনের অনর্থ ও দুর্দশার মূল। তাই সুদে ঋণ দেওয়া বা একটু বড় ব্যবসার জন্য সুদে ঋণ গ্রহণ করা উভয় কাজ থেকেই সবারই বিরত থাকা একান্ত কর্তব্য ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ