সাপে কামড়ানো রোগীর যা যা করা যাবেনা- ১) কাটা স্থানের উপরে খুব শক্ত করে বাঁধন দেওয়া যাবেনা৷ ২) কাটা স্থানে মুখ লাগিয়ে বিষ বের করা যাবে না৷  ৩) কাটা স্থান ছুড়ি দিয়ে কাটা বা চিড়ে দেওয়া যাবে না৷  ৪) ক্ষত স্থানে চুন, পেয়াজ, মানুষের চুল, এসিড বা অন্য কিছু টোটকা দেওয়া যাবে না৷ ৫) সাপে কামড়ানো রোগী মুখে কিছু  খাবেনা৷  ৬) সাপে কামড়ানোর পর ছুটাছুটি বা দৌড় ঝাপ করা যাবে না ৭) কবিরাজ বা ওঝার কাছে যাওয়া যাবে না৷ সাপে কাটলে করনীয় : ১) কাটা স্থানের উপরে হালকা করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে ৷ তবে বিজ্ঞান অনুযায়ী বাঁধন না দিলেও সমস্যা নেই৷ ২) কাটা স্থান ভালোভাবে পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে৷ এরপর এন্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিতে হবে৷ ৩) কাটা স্থানে কামড়ের দাগ দেখতে হবে৷ যদি দুটি দাঁতের চিহ্ন বা ফুটো দেখা যায় তাহলে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হবে৷ ৪) কিন্তু যদি দুটো চিহ্ন দেখা না যায় বা বুঝা না যায়, অর্থাৎ এলোমেলো বা সারিবদ্ধভাবে বেশ কয়েকটি দাঁতের দাগ বুঝা যায় তাহলে সাপটি বিষধর নয়৷ এজন্য ঘাবড়ানোর কোন কারন নেই৷ সাধারণ এন্টিবায়োটিক এবং ব্যথার ঔষধ খেলেই সেরে যাবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ