ব্যক্তিগত আচরণে আবেগ,অনূভূতি ও মনোভাবের গুযত্ব অনেক। ব্যক্তিগত আচরণ কার্যকর সংযোগ স্থাপনের জন্য খুবই গুরত্বপূর্ণ।ক্যারিয়ারে সফলতা অর্জনে ব্যক্তিগত আচরণের গুরত্ব অনস্বীকার্য। আবেগ প্রত্যেক মানুষের মধ্যে আবেগ আছে।মানুষ কখনো খুব খুশি হয়,আনন্দে লাফিয়ে ওঠে।মানুষের এই আনন্দ-বেদনা প্রকাশের যে উপায় এগুলোই হচ্ছে আবেগ।কর্মক্ষেতে আবেগ খুবই গুরত্বপূর্ণ হয়ে দাড়ায়,বিশেষত যখন দলবদ্ধ হয়ে কাজ করতে হয়।এতে সম্মানবোধ,বিশ্বাস,সহমর্মিতা,অস্থা ইত্যাদি প্রভাব ফেলে। অনূভূতি আবেগের চেয়ে তুলানামূলক দীর্ঘস্থায়ী।অনূভূতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ প্রভাব ফেলে। মনোভাব কোনো বিষয়,ঘটনা বা মতবাদ সম্পর্কে আবেগ ও অনূভূতির ফলে আমাদের মনে যে ভাবের সৃষ্টি করে তাই মনোভাব।মনোভাব কর্মক্ষেত্রে সফলতা অর্জনে খুব প্রভাব ফেলে। এতএব,ব্যক্তিগত আচরণে আবেগ,অনূভূতি ও মনোভাবের প্রভাব অনেক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ