শেয়ার করুন বন্ধুর সাথে

তাপঃ ১। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় । ২। তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না । ৩। তাপ পরিমাপের একক জুল। ৪। তাপ প্রয়োগ বা শোষণ করে না। ৫। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। ৬। তাপ হচ্ছে তাপমাত্রার কারণ । ৭। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালরিমিতি বলে। ৮। তাপ বস্তুস্থিত অণুর শক্তির সমানুপাতিক। ৯। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরি মিটার। তাপমাত্রাঃ ১। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারন করে। ২। তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। ৩।তাপমাত্রা পরিমাপের একক কেলভিন। ৪। তাপমাত্রা তাপের প্রভাবে কম বা বেশি হয়। ৫। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। ৬। তাপমাত্রা তাপের ফল। ৭। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিতি বলে। ৮। তাপমাত্রা বস্তুস্থিত গড়শক্তির সমানুপাতিক। ৯। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ