আই পিল সেবন  করলে প্রেগন্যান্ট হবার কথা নয়৷ আপনি আরো প্রেগন্যানসি টেস্ট করে দেখেন৷ প্রয়োজনে আলট্রাসনোগ্রাফি করে দেখেন৷ কেননা কিট দিয়ে চেক করলে অনেক সময় ভুল রিপোর্ট আসে৷  তাছাড়া গর্ভের অবস্থা জানার জন্য আলট্রাসনোগ্রাফি করাটা জরুরি৷ বেবি যদি জরায়ুর বাইরে থাকে তাহলে এমএমকিট খেলে কোন কাজ হবে না৷ তাই এমএমকিট সেবনের আগে ভালোমত চেক করে নিন৷ এমএমকিট সেবনে  গর্ভপাত সম্ভব হয় তবে অনেকের  জটিলতা সৃষ্টি হয়ে থাকে ৷ তাই আপনার জটিলতা কতটুকু হবে বা হবে না সেটা বলা সম্ভব নয়৷ এতে ভবিষ্যতে বাচ্চা নিতে সমস্যা হয় না৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ