আসলে এত তাড়াতাড়ি এমএমকিট খাওয়া ঠিক হয়নি৷ ভালোভাবে পরিক্ষা করে খাওয়া দরকার ছিল৷ কেননা ভ্রুন জরায়ুর বাইরে থাকলে এমএমকিট খেয়ে লাভ হয় না৷ তাই ভ্রুনের অবস্থান জেনে তারপর ব্যবস্থা গ্রহণ করতে পারতেন৷  যাইহোক, ২য় বার এমএমকিট নেওয়ার আগে আলট্রাসনোগ্রাফি করে দেখুন৷ কারন ভ্রুন যদি জরায়ুর বাইরেই থাকে তাহলে এমএমকিট কোন কাজেই আসবে না৷ তাই এমএমকিট পূনরায় খেয়ে ঝুকিতে পড়বেন না৷  এজন্য কোন গাইনি চিকিৎসকের পরামর্শ নিন৷ তিনি আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে সিদ্ধান্ত দিবেন- আসলে এমএমকিট আবার খেতে হবে নাকি ডিঅ্যান্ডসি করাতে হবে৷ তাই দেরি না করে গাইনি চিকিৎসকের চিকিৎসা নিন৷ ধন্যবাদ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ