আসলে এমএমকিট সেবনের কারনে অনেকের বমি হয় বা বমি  বমি ভাব হয়৷ তাই হয়তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে৷  যাইহোক, আপনার সমস্যাটা বুঝতে পারছি৷  কিন্তু প্রেগন্যানসি ক্লিয়ার হয়েছে কি না সেটা কনফার্ম হতে গেলে আপনাকে আলট্রাসনোগ্রাফি করে দেখতে হবে৷ এছাড়া শুধু মাত্র লক্ষণ দেখে অনুমান করে কোন কিছু বলা সম্ভব নয়৷  যদি পেট ব্যথা না থাকে, রক্তপাত বন্ধ হয়ে থাকে তাহলে আপাতত বমি বন্ধের জন্য Anset কিংবা Paloset ট্যাবলেট খেতে পারেন৷ বমি বন্ধ হলে এবং সুস্থ হলে কয়েকদিন পর তলপেটের আলট্রাসনোগ্রাফি করে দেখবেন৷  আলট্রাসনোগ্রাফি করতে না পারলে ২ - ৩ সপ্তাহ পর কাঠি দিয়ে পেশাব পরিক্ষা করে দেখবেন গর্ভ নষ্ট হয়েছে কি না? এই মুহূর্তে কাঠির রেজাল্ট ভুল আসবে তাই দেরি করেই করতে হবে৷ ধন্যবাদ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ