শেয়ার করুন বন্ধুর সাথে

সবার ক্ষেত্রে মাসিক তাড়াতাড়ি শুরু হয় না৷ অনেক সময় ২৪ ঘন্টা - ৪৮ ঘন্টা সময় পরেও ব্লিডিং শুরু হয়৷ তাই অপেক্ষা করুন৷ তবে এর পরেও যদি না হয় তাহলে দুটি কারন থাকতে পারে৷  ১) হয়ত আপনি প্রেগন্যান্ট ছিলেন না৷  তাই ব্লিডিং শুরু হয়নি৷  ২) আপনার একটোপিক প্রেগন্যানসি হতে পারে৷ অর্থাৎ বাচ্চা  জরায়ুতে নেই৷ বাচ্চা জরায়ুতে না থাকলে এমএমকিট সেবন করে কোন কাজ হবে না৷  তাই ব্লিডিং শুরু হবে না৷ পরামর্শ: যদি অপেক্ষা করার পরও ব্লিডিং না হয়  তাহলে আলট্রাসনোগ্রাফি করে গর্ভের অবস্থান সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হন৷ তারপর গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ