আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে সাইটোমিস কিট খেলে মাসিক চালু হবে৷ কিন্তু গর্ভবতী না হয়ে থাকলে তো সাইটোমিস কিট দিয়ে মাসিক চালু হবে না৷  মাসিক বিভিন্ন কারনে পেছাতে পারে৷ তাই মাসিক বন্ধ হলেই সাইটোমিস কিট সেবন করা উচিৎ নয়৷  সাইটোমিস কিট সেবন করার আগে আলট্রাসনোগ্রাফি করে গর্ভ সম্পর্কে ভালো ভাবে নিশ্চিত হয়ে তবেই খাওয়া উচিৎ ৷ তাছাড়া এধরনের ওষুধ সেবন করা ঠিক নয়৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ