স্বামীর রক্তের গ্রুপ যদি A+, B+, O+, AB+ এর যেকোন একটি হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি A-, B- , O- , AB- এর যেকোনো একটি হয় তাহলে সমস্যা হবে৷ তাছাড়া অন্যান্য ক্ষেত্রে সমস্যা হয় ন৷ যেমন: ১) স্বামীর রক্তের গ্রুপ এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয়, ২) স্বামীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, ৩) স্বামী ও স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, ৪) স্বামী ও স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়৷ সহজ কথায় বলা যায়, স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলেই সমস্যা৷ তাছাড়া আর নেই৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ