না, সমস্যা হবে না ৷ ধরুন, বাবার ব্লাড গ্রুপ পজিটিভ । মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ । ফলে মায়ের পেটে আসা শিশুটির ব্লাড গ্রুপ হবে পজিটিভ। তার ফলে মায়ের সরাসরি কোন সমস্যা হবে না। কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো যার ফলে পরবর্তীতে পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে আসবে সেই প্রতিষেধক তাকে আক্রমন করবে। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোনো সমস্যা হবে না। স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্বামীর নেগেটিভ হলেও কোনো সমস্যা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ