শেয়ার করুন বন্ধুর সাথে

কচু খেলে গলা চুলকায় কারন এতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ৷ কচুর সারা গাছেই ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস থাকে ৷ এই কেলাস কচুর বিপাকীয় কার্যক্রমের কারনে উৎপন্ন হয় ৷ একে রাফাইড বলে ৷  ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস খুব সুক্ষ হয়ে থাকে এবং সূচালো প্রান্তের হয় ৷ তাই খাওয়ার সময় এই কেলাস গলায় বিধে যায় ফলে গলা চুলকায় ৷  প্রতিকার: কচু খেয়ে গলা চুলকালে লেবু বা তেতুল খেতে হবে ৷ তাহলে গলার চুলকানি বন্ধ হবে ৷ কারন লেবু বা তেতুলে থাকা এসিডে কচুর কেলাসগুলো গলে যায় ৷ তাই চুলকানি বন্ধ হয়ে যায় ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ