গোসলের পর চুলকানো কে post-bath itching বলা হয়। এটা অনেকের হয়। যাদের চর্ম অতিরিক্ত শুষ্ক তাদের বেশি হয়। চর্মের উপর যে তেল থাকে অধিক ক্ষণ ধরে গোসল করলে তেল সরে গিয়ে শুষ্ক চর্ম এই চুলকানি ভাব সৃষ্টি করে। সাধারণত পায়ে বেশি হয় কারন ওই অংশটা বেশিক্ষন পানির সংস্পর্শ থাকে। সাবান লাগলে আরো বাড়ে। প্রতিকার: গোসল করার আগে গায়ে ও পায়ে তেল বা ময়শ্চারাইজার লাগান। গোসল শেষে টাওয়েল দিয়ে পা মুছবেন না। সাবান পরিবর্তন করে দেখতে পারেন।  তারপরও না কমলে, ভাল একজন চর্ম বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ