শেয়ার করুন বন্ধুর সাথে

একদিন পর রক্তপাত বন্ধ হয়ে গেছে মানে গর্ভপাত সফল হয়নি এমনটা নয় ৷ গর্ভের বস্তু সামান্য ৷ তাই একদিনে বের হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তবে মনের মধ্যে সন্দেহ থাকাটাও উপেক্ষা করা যায় না৷  যাইহোক, আপনি এক সপ্তাহ পর আলট্রাসনোগ্রাফি করে দেখবেন৷ তাহলে পরিস্কার বুঝা যাবে আসল ঘটনা কি? তাছাড়া মুখে মুখে বলা কখনই সম্ভব নয় ৷  রিপোর্টে দেখা যাবে প্রেগন্যানসি ক্লিয়ার হয়েছে কিনা ? যদি আদৌ না হয় তাহলে গাইনি চিকিৎসকের পরামর্শ নিন বাচ্চাটা রাখা যাবে কিনা ? (তবে এমন বাচ্চা অনেক সময় প্রতিবন্ধী হতে পারে ) আবার যদি আংশিক গর্ভপাত হয় তাহলে খুব তাড়াতাড়ি ডিএন্ডসি করে জরায়ু ওয়াশ করে নিতে হবে কোন ক্লিনিকে ভর্তি হয়ে ৷ তা না করলে ভিতরে ইনফেকশন হয়ে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাবে ৷ আশা করি বুঝতে পেরেছেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ