শেয়ার করুন বন্ধুর সাথে

গলা খুসখুসের সবচেয়ে সাধারণ কারণ অ্যালার্জিক রাইনিটিস। একে হে ফিভারও বলা হয়, এটি শরীরের হাইপারঅ্যাকটিভ ইমিউন সিস্টেমের কারণে হয়। অন্য প্রকারের অ্যালার্জি যার ফলে গলা খুসখুস এবং সর্দি হয় তা হলো নির্দিষ্ট খাবারে, ধুলোয় বা সুবাসে অ্যালার্জি| এ ক্ষেত্রে দূষণেরও বড় অবদান রয়েছে। মাইক্রো-অর্গ্যানিজম সংক্রমণের কারণে প্রায়ই গলাতে খুসখুস অনুভব হয়। গলায় সংক্রমণ সাধারণত স্ট্রেপ্টোকোকাস (ব্যাকটেরিয়া) কারণে হয়। গুরুতর ডিহাইড্রেশন (শরীরে জলের মাত্রা কমে যাওয়া) এবং অ্যাসিডিটির কারণেও গলা খুসখুস হতে পারে। ধূমপান এবং মদ্যপান গলা খুসখুসে কারণ হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ