শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই আপনার প্রশ্নটার যুক্তিটা অনেক চমৎকার। কোরআনের একটি অক্ষর পড়লে ১০ নেকি দেয়া হয় ।আমার জানা মতে সূরা ইকলাস তিনবার পাঠ করলে আপনাকে প্রতি অক্ষরের বিনিময়ে ১০ টা নেকি তো দেয়া হবেই এর ফজিলত হিসেবে এক কোরআন খতমের সাওয়াব দেয়া হয়।তবে আপনি একবার কোরআন খতম দিলে প্রতি অক্ষরের বিনিময়ে যে দশ নেকি করে পেতেন তা পাবেন না।শুধু সুরা ইকলাসের প্রতি অক্ষরের বিনিময়ে ১০ নেকি করে পাবেন আর বোনাস হিসেবে এক খতম এর সাওয়াব।আশা করি বোঝতে পেরেছেন ।প্রয়োজনে মন্তব্য করতে পারেন।আপনি তো চমৎকার চমৎকার প্রশ্ন করছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ