শেয়ার করুন বন্ধুর সাথে

হজ্ব ও ওমরাহ পালনকারীরা নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে অনুভব করেছেন, প্রচণ্ড রৌদ্রতাপের মাঝেও মক্কার পবিত্র কাবা শরীফের চারপাশ ও গ্রান্ড মসজিদের মেঝে ভীষণ ঠাণ্ডা থাকে। যখন হজ্ব ও ওমরাহ পালনকারীরা এর উপর দিয়ে হেঁটে যান, তখন ঠাণ্ডার স্পর্শ নিশ্চয়ই তাদের বিস্মিত করে। কিন্তু এই ঠাণ্ডার রহস্য কোথায়? সৌদি আরবের পবিত্র ২ মসজিদের জেনারেল পেসিডেন্সি অ্যাফেয়ার্সের অফিস জানায়, এই ঠাণ্ডার কারণ হচ্ছে বিশেষ ধরনের মার্বেল পাথর। গ্রিস থেকে আনা বিরল থাসোস মার্বেল পাথর এই মেঝে তৈরিতে ব্যবহৃত। এই পাথরের বিশেষ গুণ, সূর্যের আলো প্রতিফলিত করে তাপও চুষে নিতে পারে। এছাড়াও এই মার্বেল পাথরের নিচে রয়েছে পানির নালা, যা বালির মধ্যে দিয়ে পানি প্রবাহিত করে নিচের স্থানকে ভিজিয়ে রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ