শেয়ার করুন বন্ধুর সাথে

খুব মজার একটা প্রশ্ন ৷ এই প্রশ্নটির উত্তর জানার আগে আরো কয়েকটা প্রশ্ন করি আপনাকে ৷ আচ্ছা ভাত তো পবিত্র জিনিস। তাহলে ভাত খেলে রোজা ভেঙ্গে যায় কেন বলতে পারেন ?  কারন আল্লাহ ও তার রাসুল বলেছেন এজন্য । ঠিক একইভাবে বীর্য বের হলে আবার গোসল করতে হবে কারন আল্লাহ ও তার রাসুল বলেছেন। এর সাথের  উপাদান পবিত্র নাকি অপবিত্র এর কোন সম্পর্ক নেই।  আবার উটের মাংস খেলে ওজু ভেঙ্গে যায়। তাহলে উটের মাংস কি পবিত্র নয়? কাজেই পবিত্র বস্তু ভিতরে ঢোকার কারনে রোজা ভাঙ্গতে পারলে পবিত্র বস্তু বাহিরে আসলে গোসলও ভাঙ্গতে পারে। আশা করি বোঝাতে পেরেছি৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ