কারন চন্দ্র সূর্য পৃথিবী থেকে অনেক অনেক দূরে। আপনি অবশ্যই দেখেছেন আপনার একদম সামনে দিয়ে যদি একটা মটর সাইকেল জায় তবে তাকে দেখে মনে হয় প্রচন্ড দ্রুত যাচ্ছে। ধরেন মটর সাইকেলটি আপনার থেকে ৫ ফুট দূরে দিয়ে যাচ্ছে। আপনি প্রকান্ড বড় একটি মাঠের একপ্রান্তে দাড়িয়ে। অন্য প্রান্তে একটি গাড়ি গেলে মনে হবে গাড়িটি কিছুটা আস্তে যাচ্ছে বা অনেক সময়ে কিছু দুরত্ত অতিক্রম  করেছে। নিশ্চই আপনি এতা লক্ষ করে থাকবেন। ধরেন গারিটি আপনার থেকে ১ কিলোমিটার  দূরে দিয়ে যাচ্ছে। আবার একটা বিমান আকাশে উড়লে তারও বেগ কম মনে হয়।  নিশ্চই এটিও লক্ষ করে থাকবেন। ধরেন বিমানটি আপনার থেকে 10 কিলোমিটার  দূরে দিয়ে যাচ্ছে। লক্ষ করে থাকবেন যত দুরত্ত বাড়ে তত স্পিড কম মনে হয়। সূর্য পৃথিবী থেকে ১৫ কো....টি.... কিলোমিটার  দূরে। তাই সূর্যের অবস্থানের সাপেক্ষে আমাদের হাটার আগে ও পরের অবস্থানের কোনো পরিবর্তন হয় না বলেই চলে।  সূর্যকে বৃত্তের কেন্দ্র ধরলে আমাদের হাটার আগে ও পরের অবস্থানের যন্য বৃত্তের কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র কোন উতপন্য হবে যা ০ এর কাছাকাছি। তাই আমাদের মনে হবে সূর্য চন্দ্র আমাদের সাথেই চলছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ