শেয়ার করুন বন্ধুর সাথে

কোন অপরাধী যদি নিজেকে ও অন্যকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করে তাহলে আদালত এই স্বীকারোক্তি অপর লোকের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। সাধারণত কোন মামলায় যদি একাধিক আসামী থাকে তাহলে কোন আসামী তার নিজের দোষ স্বীকার করলে অন্য আসামীর ও নাম বলে দেয়। আসামীর এই অপরাধটি করতে কারা তাকে সহযোগিতা করেছে তা তদন্তের সময় সামনে চলে আসে। আসামী যদি তার নিজেকে না জড়িয়ে শুধু অপর লোকের নাম উল্লেখ করে স্বীকারোক্তি প্রদান করে তবে এই স্বীকারোক্তির কোন মুল্য নাই। সাক্ষ্য আইন ১৮৭২ এর ৩০ ধারায় একজন অপরাধী লোকের অপরাধ স্বীকারোক্তি যখন অপর অপরাধী লোকের বিরুদ্ধে প্রমান করার জন্য ব্যবহার করা যায় সে সম্পর্কে বলা হয়েছে। এই ধারা অনুযায়ী একই অপরাধে একাধিক অপরাধীর যখন যৌথভাবে বিচার করা হয়, তখন সহ আসামীর নিজেকে ও অন্যকে জড়িয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী আদালত অন্য আসামীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য বিবেচনা করতে পারেন। আদালত ব্যবহার করতে পারেন আর ব্যবহারে জন্য বিবেচনা করতে পারেন এই দুইয়ের মাঝে বিস্তর পার্থক্য আছে। আদালত পারিপার্শিক অবস্থা অনুযায়ী তার অর্ন্তরনিহিত ক্ষমতা বলে এই বিবেচনা করবেন। ৩০ ধারা অনুযায়ী এই যৌথ বিচার এই অপরাধের বা তার সহায়তার বা অপরাধটি করার প্রচেষ্টার জন্য হতে হবে। যদি পৃথক বিচার অনুষ্টিত হয় তাহলে এই দোষ স্বীকারোক্তি অপর লোকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। সহ আসামীর অন্যকে জড়িয়ে স্বীকারোক্তি মূলক জবান বন্দির সাক্ষ্য মূল্য দুর্বল প্রকৃতির। এই জাতীয় বিবৃতি পারিপার্শ্বিক অবস্থা ও অন্যান্য সমর্থন মূলক সাক্ষ্য দ্বারা প্রমাণিত না হলে এর ভিত্তিতে অন্য লোককে সাজা প্রদান করা যায় না। সাক্ষ্য আইনের ১১৪ ধারার (খ) উদাহরণে বলা হয়েছে যে, সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্যাদি দ্বারা সমর্থিত না হয় তবে তা বিশ্বাসের অযোগ্য। আবার সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় বলা হয়েছে যে, দুঙ্কর্মের সহযোগীর (Accomplice) সাক্ষ্য শুধু গ্রহণীয় ই নয়, তার ভিত্ততে আসামীকে সাজা দেয়া যায়। এই ক্ষেত্রে আইনবিদরা এই দুটি ধারাকে এক্ত্রে বিবেচনা করে এই সিদ্ধান্তে এসেছেন যে দুঙ্কর্মের সহযোগীর সাক্ষ্য অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হতে হবে। অপরাধ এবং প্রতিটি অপরাধীর কার্যকলাপ সম্পর্কে সমর্থন মূলক সাক্ষ্য থাকতে হবে। সহ আসামীর বিবৃতি দুর্বল প্রকৃতির সাক্ষ্য বিধায় শুধুমাত্র এর উপর ভিত্তি করে অপর আসামীকে দণ্ড প্রদান করা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ