সুন্দরী বউ নিয়ে বিদেশ গেলেই তার সঙ্গে শত খানি ছবি ফেসবুক এ দিয়েন না । আমরা আপনাকে বলদ মনে করি । কেউ কিছু একটা করতে চাইলে শুরুতেই মানা করবেন না প্লিজ ! হোক সেটা খুব কঠিন কাজ । আপনি পারেন নাই বলে কেউ যে পারবে না এই ধারণা শুধুমাত্র বাঙালিদের আছে । বাংলাদেশীরা তো এই রাস্তায় অনেক এগিয়ে । কোনো কিছু না জেনে অন্যের সমালোচনা করবেন না । এই কাজ টা আমরা বাংলাদেশীরা খুব সচেতন মনে করে থাকি । কি ভা বি আমরা নিজেকে ? আপনার আমার নিজেরই তো কোনো কিছু ঠিক নেই ! শুনেন সমালোচনা কারিরা সব সময়ই ব্যাক্তি হিসেবে খুব নিন্ম মানের হয় । নিন্ম মান বুঝলেন তো কলকাতার ভাষায় যাকে বলে মাল :) বিমান আর লোকাল বাস এর পার্থক্য শিখে নিন । রাস্তায় বাস থামলেই নামার জন্য যে হুরো হুরি করেন ,সেই অভ্যেসে বিমান থামলেই নামার জন্য যে তাড়াহুড়া করেন সেটা কি ঠিক । বিমান আর বাস দুই টাই আলাদা বিষয় একটু ভাবুন । একবার কলকাতা থেকে বিমানে করে বেঙ্গালুরু যাচ্ছিলাম । বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কিছু মানুষ নামার জন্যে এমন অস্থির তাড়াহুড়া করতেছিল আল্লাহ গো :) । কিছুক্ষন পর এদের চিনতে আমার একটুও ভুল হয় নি । এরা যে আমার বাংলাদেশী ভাই ব্রাদার :) ভাই প্লিজ পাব্লিকলি দাঁত ব্রাশ করবেন না । সবার ভালো নাও লাগতে পারে । সকাল বেলা ঘুম থেকে উঠে হলের ওয়াশ রুম এ গেলে দেখা যায় কিছু ভাই ব্রাদার এই কাজে ব্যাস্ত ! এই যে উত্তর বঙ্গের ভাইটি :) ওয়াশ রুম ব্যাবহার টা শিখে নিন । ইউনিভার্সিটি তে ভর্তি হলেই হবে শুধু ? পড়াশোনার সঙ্গে আরো অনেক কিছু শিখতে হয় । ছোট বেলা থেকে শিখেন নি তো কি হইসে আমাদের সঙ্গে মিশেন কিছু শিখে নিন কাজে লাগবে । এই লাইন টা পুরো বাংলাদেশীদের জন্য : মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া না করলে কি মন ঠান্ডা হয় না ? এখন কিছু গালি হবে বাংলা ভাষায় !:) গতকাল কেউ পড়াশোনা শেষ করেছে মানেই আজকে সে চাকরি পাবে এই ধারণা কে দিয়েছে আপনাকে ? সব কিছুর একটা সময় আছে ? আর পড়াশোনা তো শেষ করলা ,চাকরি বাকরি কবে করবা মিয়া ? এই প্রশ্ন করার আপনি কে ? আপনি তাকে খাওয়ান না পড়ান ? এই প্রশ্ন গুলো করে থাকে কাছের আত্মীয় টাইপ লোকজন ! সারা বছর খবর নাই আসছে খোঁজ নিতে ! একটা জোকস হবে এই লাইনের সঙ্গে : এক মেয়ে ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রী নিয়ে বাড়ি গিয়েছে । মুরুব্বী গোছের এক আত্মীয় তাকে বলেছে : অনেক তো পড়াশোনা করলা অনেক বয়স হইছে এইবার বিয়ে করো ,দেখো তোমার স্কুল এর বান্ধবীর দুই টা ছেলে আছে । এবার রাগে ক্ষোভে মেয়ের উত্তর : আপনার বয়সের অনেকে তো কবরে শুয়ে আছে ,আমি কিছু বলেছি আপনাকে ? :) ঢাকা শহরে বাস করেন । চিপস আর পানি রাস্তায় খেয়ে বোতল আর প্যাকেট রাস্তায় ফেলবেন আর রাস্তায় পানি জমলে দোষ দিবেন সরকারের । এটা হতে পারে না । হ্যা সরকারের কিছু দুর্বলতা আছে । তাই বলে আমরা তো দায়িত্ব এড়াতে পারি না ! জরুরী কোনো কাজের জন্যে ফেসবুক মেসেঞ্জার কল করতে হয় না । কারো রুম এ প্রবেশ করার আগে দরজা নক করতে হয় এটা মাথায় থাকে না কেন ? কেউ সরকারি চাকরি পেলেই যে পনেরো লাখ ঘুষ দিয়েছে এটা ভাববেন না প্লিজ । আজকাল ঘুষ ছাড়া অনেকেই চাকরি পায় , পাবেনও । এই যে সুন্দরী বোনটি আপনি সুন্দরী বলেই সব ছেলে আপনার জন্যে দিওয়ানা হবে এই ধারণা থেকে বেরিয়ে আসুন।একটু মানুষের সঙ্গে মিশুন । কোনো ছেলে চুপ চাপ থাকে মানেই যে সে ভাব নিচ্ছে এটা ভাবা মোটেও ঠিক না । এমন তো হতে পারে পরিচিত গণ্ডি ছারা সে কথা বলতে পছন্দ করে না । আসুন বাংলাদেশ কে একটু ভালোবাসি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ