ভারতের যে জিনিসগুলো আমাদের নেই সেগুলো নিয়ে ঈর্ষা হয়৷ অর্থাৎ সেগুলো পছন্দ করি। ১. চোখ ধাঁধানো ঐতিহাসিক স্থাপনা। আমাদের নেই। সম্ভবত বর্ষায়, বন্যায় আর নদীর নর্তন কুর্দনে কোন কিছু স্থায়ী হয় না। ২. ভৌগোলিক বৈচিত্র্য। আমাদের নেই। সারা বাংলা প্রায় সমতল ভূমি। ৩. নানা ধর্মের ও সংস্কৃতির সমাহার অবশ্য তারা এখন বাংলাদেশের মত এক ধর্ম, এক ভাষা হবার ধান্দায় আছে। ৪. শক্তিশালী বিরোধী দল, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন। ৫. চলচ্চিত্র জগৎ ও গান। ৬. উচ্চ শিক্ষা ব্যবস্থা ও বৈজ্ঞানিক অগ্রগতি৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ