শেয়ার করুন বন্ধুর সাথে

না সাপের বিষ খেয়ে মারা যাবার সম্বাভনা নেই যদি পেটে আলসার না থাকে ৷ খাদ্যনালীতে কোন ঘা বা কাটা-ছড়া না থাকলে সাপের বিষ খেয়ে ফেললে তা খাবারের মতই হজম হয়ে যাবে ৷ কারন সাপের বিষ হল প্রোটিন জাতীয় পদার্থ, যা খেলে সাধারণ প্রোটিন খাবারের মতই হজম হয়ে শরীরে লেগে যাবে ৷ সাপের বিষ তখনই বিষক্রিয়া দেয় যখন তা রক্তের সঙ্গে মেশে। সাপের বিষ, সাপের পরিবর্তিত লালাগ্রন্থি থেকে ক্ষরিত এনজাইম যা সাপের জন্য খাদ্য গ্রহণ ও হজমে সহায়তা করে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ