শেয়ার করুন বন্ধুর সাথে

একটি ব্লগের উপযুক্ত Niche নির্ধারনের পেছনে অনেক ধরনের কারন রয়েছে। ব্লগের নিস নির্ধারনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ এটি অত্যান্ত জঠিল ও লম্বা একটি বিষয়। আমি বিস্তারিত ব্যাখ্যা না করে সংক্ষেপে Niche এর গুরত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝানোর চেষ্টা করব। একজন মানুষ স্বভাবত ও প্রকৃতগতভাবে একটি অথবা দুটি বিষয়ে অভীজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন। একজন মানুষ কোনভাবে বাস্তব জীবনে সবজান্তা হতে পারবে না। এখানে প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন বিষয় ভালোভাবে জানেন, বুঝেন ও কোন বিষয়ে কাজ করার জন্য আপনার আগ্রহ কাজ করে। আপনার যে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই সেই বিষয়ে লিখলেও খুব বেশী দিন ধারাবাহিকভাবে লিখে যেতে পারবেন না। কারণ ব্লগিং হচ্ছে দীর্ঘ মেয়াদি একটি বিষয়। এ ক্ষেত্রে আপনি কোন নির্ধারিত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান সম্পন্ন না হলে ব্লগিং কন্টিনিউ করে যেতে সক্ষম হবেন না। এতেকরে মাঝপতে এসে আপনাকে ব্লগিং হতে ঝরে পরতে হবে কিংবা ব্লগের Niche পরিবর্তন করতে হবে। যার ফলে মিশ্রিত Niche দিয়ে দীর্ঘ দিন ব্লগিং করেও সফলতায় পৌছতে পারবেন না। তাছাড়া আপনি যে Niche নিয়ে ব্লগিং করবেন সেটির প্রতিযোগিতা কতটুকু রয়েছে, ইন্টারনেট মার্কেটে এর মূল্য কতটুকো রয়েছে, সার্চ ইঞ্জিনে কি পরিমানে খোঁজা হয়ে থাকে ও সেই Niche নিয়ে কাজ করলে কি পরিমানে আয় করার যাবে ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে সার্বিক বিষয় বিবেচনায় সবচাইতে উপযুক্ত Niche নির্ধারণ করতে হয়। আপনি সবকিছু যাচাই বাছাই শেষে সঠিক ও ভালোমানের উপযুক্ত Niche নির্ধারণ করতে সক্ষম হলে ব্লগের সফলতা ও টাকা ইনকাম দুটি বাড়াতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ