যেকোন কাঠামোর মাটির অভ্যন্তরে সর্বনিম্ন অংশই হলো ভিত্তি বা ফাউন্ডেশন (Foundation)। যার মাধ্যমে কাঠামোর লোড ভিত্তিতলে স্থানান্তর করে। এটি সুপার স্ট্রাকচারের বেইজ হিসেবে কাজ করে। কাঠামোর নিজস্ব ওজন এবং এর উপর আগত অন্যান্য লোড মাটির শক্ত স্তরে স্থানান্তর করার জন্য ভূ-নিম্নস্থে কংক্রিট, পাইল, র্যাফট বা ম্যাট, গ্রিলেজ ইত্যাদি সমন্বয়ে কৃত্রিমভাবে যে অংশটি তৈরি করা হয় তাকে ভিত্তি বা ফাউন্ডেশন (Foundation) বলে।

বিস্তারিত জানতে ক্লিক করুন


Share with your friends