সাইট মোবিলাইজেশন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই পরিচিত একটি শব্দ। “Mobilization” এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে একত্রিকরণ বা সন্নিবেশকরণ। সাইট মোবিলাইজেশন (Site Mobilization) হলো নির্মাণ কাজের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ। সুষ্ঠ ও সুন্দরভাবে প্রজেক্টের কাজ শুরু করার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন ধরণের প্রস্তুতি,লোকবল, মালামাল ও যন্ত্রপাতির সমাবেশ প্রয়োজন হয়। এই সমস্ত কিছুর একত্রীকরণই হলো সরঞ্জাম সন্নিবেশকরণ বা সাইট মোবিলাইজেশন (Site Mobilization)।


বিস্তারিত জানতে ক্লিক করুনঃ



Share with your friends