Jamiar

Call

আপনি বললেন যে মেয়েরা সর্বনিম্ন কত বছর বয়স থেকে গর্ভধারণ করতে পারে?

আসলে একজন মেয়ের গর্ভধারন করার নির্ভর করে তার মাসিকের  (ডিম্বস্ফোটনের ) উপর  আর যখনি তার মাসিক চক্র শুরু হবে তখন কোন পুরুষের সাথে অনিরাপদ মিলন করলে তার গর্ভধারনের সম্ভাবনা থাকবে।  আর একজন মেয়ের প্রথম মাসিক চত্র  (ডিম্বস্ফোটন )  শুরু হয় ৯-১৩ বছর বয়স এর মধ্যে কারো ১০ বছর বয়সে মাসিক আসে আবার কারো ১৩/১৪ বছর বয়সে আসে এক একজনের এক এক রকম সময় লাগে  কাজেই যখনি তার  মাসিক শুরু হবে তখনি সে গর্ভধারনের জন্য যোগ্য বলে গণ্য হবে।  

তবে এই কম বয়সে অনেকেই গর্ভধারনের জন্য নিরাপদ নয় বেশির ভাগ মেয়েই ঝুকি পূর্ন থাকে । কাজেই একজন মেয়ে গর্ভধারন করতে চাইলে ১৭+-১৮+ হলে ঝুকি থাকে না । 

আসা করি আপনার দুইটি প্রশ্নের উত্তর পেয়েছে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ