عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم افلج الثنتين اذا تكلم رأي كالنور يخرج من بين ثناياه অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সম্মুখের দাঁত দুটির মাঝে কিছুটা ফাঁক ছিল। যখন তিনি কথাবার্তা বলতেন, তখন মনে হতো উক্ত দাঁত দুটির মধ্য দিয়ে যেন আলো( নূর) বিচ্ছুরিত হচ্ছে ( মেশকাত, দারেমী)।


শেয়ার করুন বন্ধুর সাথে