আমার মেয়ের আজ সাড়ে পাঁচ মাস বয়স হল আলহামদুলিল্লাহ‌্। দুই দিন থেকে খাওয়ার সময় কামড়ায়। এটা কি স্বাভাবিক? এক্ষেত্রে আমি কি করতে পারি?


শেয়ার করুন বন্ধুর সাথে

৬ মাস থেকে দাত উঠতে পারে প্রথমে নিচের মাঝের দুইটা এবং ১-২ মাস পর উপড়ের মাঝের দুইটা। তবে দাত উঠতে ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দাত উঠার অনেক আগে থেকেই মাড়ি গঠন চেঞ্জ হয় তাই বাচ্চাদের কামড়ানোর ইচ্ছা হওয়া স্বাভাবিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ