এটি একটি ছত্রাকজনিত রোগ। আপনি যেকোনো চর্মরোগ বিশেষজ্ঞকে দেখান। যেহেতু প্রায় চার মাস হলো সমস্যা। কাজেই, ডাক্তার আপনাকে খাওয়ার জন্য ঔষধ এবং আক্রান্ত স্থানে ব্যবহার করার জন্য ক্রিম উভয়টাই দিতে পারেন। ডাক্তারের পরামর্শ মতো চললে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইন-শা-আল্লাহ। পরবর্তীতে এই রোগ যাতে না হয় সেইজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আক্রান্ত স্থান যেন বেশিক্ষণ ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নরম সুতি কাপরের আন্ডারগার্মেন্টস ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থানে কখনো সাবান লাগাবেন না। আর আপনি ইতোমধ্যে যে পেভিসন ক্রিম ব্যবহার করেছেন এবং সেইসাথে কোনো ঔষধ খেয়ে থাকলে অবশ্যই সেইটা ডাক্তারকে জানাবেন। কারণ, অনেকসময় ছত্রাকবিরোধী ঔষধগুলো অনিয়মিতভাবে ব্যবহার করার ফলে পরবর্তীতে সেই ঔষধে আর ঠিকমতো কাজ হতে চায় না। তখন ঔষধের গ্রুপ পরিবর্তন করতে হয়। আমাদের দেশে এন্টিফাংগাল ড্রাগের সংখ্যা খুব বেশী নেই। কাজেই,  ডাক্তার দেখানোর পর ডাক্তারের প্রেসক্রাইব করা ঔষধের ডোজ অবশ্যই পূর্ণ করবেন। ঔষধে যদি তিন চারদিনেই অসুখ ভালো হয়ে যায় তবুও ঔষধ বন্ধ রাখবেন না। ডাক্তার যতদিনের কথা বলবেন ততদিন ঔষধ চালিয়ে যাবেন। একদিনও কম করবেন না। এন্টিফাংগাল এবং এন্টিবায়োটিক জাতীয় ঔষধের ক্ষেত্রে এইটা খুবই জরুরি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ