Jamiar

Call

আসলে  ব্রেস্ট ফীডিং এর সময় স্তন বৃন্ত বা নিপলের যত্ন নেয়া ভীষণ জরুরী।এর জন্য খাওয়ানোর আগে— কিছুক্ষণ আইস কিউব ব্যাবহার করুন ব্যথা কমানোর জন্য

খাওয়ানোর সময়— খেয়াল করুন আপনার শিশু সঠিক পজিশনে আছে কিনা  প্রতিবারই খাওয়ানোর পর শিশুর পক্ষে দুধ শেষ করা সম্ভব। খাওয়ানোর পরে—নিপলগুলো ভালোভাবে ধোবেন

ধোয়ার পর নিপল বাতাসে শুকাবেন। অর্থাৎ ব্রা খুলে ফেলবেন যাতে নিপল বাতাসে শুকাতে পারে।নিপলে Lanolin Cream অথবা Vaseline ব্যাবহার করুন।

নিপলে কোন লোশন বা পারফিউম ব্যাবহার করবেন না। যদি নিপল ফাটা ফাটা হয় এবং অনেক খোলা দেখায় তখন ডাক্তার দেখাবেন, আপনার হয়তোবা এ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট দরকার হবে। যদিও এ অবস্থায় দুধ খাওয়ানো আপনার জন্য বেদনাময় হবে তবুও আপনাকে তা চালিয়ে যেতে হবে। কেননা তা না হোলে দুধ আপনারে ব্রেস্টে জমা হবে এবং তা থেকে Mastitis নামক ইনফেকশন সৃষ্টি হবে। এটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক। যদি আপনার নিপল খুবই ক্ষতিগ্রস্থ হয়, ফলে ব্রেস্ট ফীড করানো অসম্ভব হয়ে পরে, সেক্ষেত্রে পাম্প মেশিন ব্যবহার করতে পারেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনার নিপল সেরে উঠে।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ