শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ইসলামী শরিয়তে গান বাজনা শোনা নিশেধ আছে হাদিসে এসেছে ইমাম ইবনুল কাইয়েম রহ. বলেন,

" الغناء من مكايد الشيطان ومصايده التي يكيد بها من قل نصيبه من العلم والعقل والدين ويفسد بها قلوب الجاهلين والمبطلين. يبعد به القلوب عن القرآن، ويجعلها عاكفة على الفسوق والعصيان. هو قرآن الشيطان، والحجاب الكثيف عن الرحمن".إغاثة اللهفان من مصائد الشيطان لابن قيم الجوزية

"গান হল শয়তানের ফাঁদ। সে এর মাধ্যম কম জ্ঞান, কম বিচার-বুদ্ধি সম্পন্ন এবং দুর্বল ঈমানের অধিকারী লোকদেরকে শিকার করে, অজ্ঞ ও ভ্রান্ত লোকদের অন্তরগুলো নষ্ট করে, মনকে কুরআন থেকে দূরে সরিয়ে দেয় এবং পাপাচারও আল্লাহর নাফরমানিতে তাদের মনকে নিবিষ্ট করে দেয়। এটা হল, শয়তানের কুরআন এবং রহমান (দয়াময় আল্লাহ) এর মাঝে শক্ত আবরণ।"

 এ ছাড়াও গান-বাজনা শোনার অনেক ক্ষতিকর দিক রয়েছে। যেমন: গান মানুষকে পথভ্রষ্ট করে এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, অন্তরে প্রলেপ পড়ে যায়, মনের মধ্যে কপটতা সৃষ্টি করে, কু-প্রবৃত্তি জাগ্রত করে, অবৈধ প্রেম-ভালবাসা উদ্রেক করে এবং জিনা-ব্যভিচার ও অশ্লীলতা দিকে প্ররোচিত করে। ফুযাইল ইবনে ইয়াজ রহ. বলেন, "الغناء رقية الزنا "গান হল, জিনার মন্ত্র।" (অর্থাৎ গান মানুষের মনের মধ্যে মন্ত্রের মত প্রভাব সৃষ্টি করে এবং জিনা-ব্যভিচারের সুপ্ত বাসনা জাগ্রত করে)

গান বাজনা শোনা নি:সন্দেহে আল্লাহর নাফরমানির অন্তর্ভুক্ত। কোন কোন আলেম কবিরা (বড় গুনাহ) এর অন্তর্ভুক্ত করেছেন আর কেউ বলেছেন, সগিরা গুনাহ (ছোট গুনাহ)। তবে কেউ যদি গান-বাজনা শুনতে আসক্ত থাকে অথবা নিয়মিত শুনে বা এটিকে তুচ্ছজ্ঞান করে তাহলে তা কাবিরা (বড়) গুনাহে রূপান্তরিত হবে। এ ব্যাপারে সকলেই একমত। সর্তকতার বিষয় হল, এটিকে সগিরা গুনাহ হিসেবে গণ্য করা হলেও কেউ যদি এর প্রতি আসক্ত থাকে তাহলে ক্রমান্বয়ে তা তাকে কবিরা বা বড় বড় গুনাহের দিকে টেনে নিয়ে যেতে পারে। গান শোনায় অভ্যস্ত ব্যক্তিদের অন্তরে মরিচা পড়ে যায়, তাদের অন্তরের নুর নিভে যায়। ফলে একপর্যায়ে তাদের অন্তরে কুরআন তিলাওয়াত, ইসলামি আলোচনা শোনার প্রতি অনাগ্রহ তৈরি হয়। এভাবে সে আস্তে আস্তে ইসলামের হুকুম আহকামের প্রতি অবজ্ঞা করতে শুরু করে। আল্লাহ ক্ষমা করুন। এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই গানবাজনায় অভ্যস্ত ব্যক্তিদের তওবা করে ফিরে আসা জরুরি। সুতারাং আপনি গান বাজনার প্রতি আকৃষ্ট হলে যত সম্ভব এসব থেকে বেরিয়ে আসুন এবং ইসলামি সংগিত,কোর আন তেলওয়াত,  এসব শুনবেন। আপনার কম্পিউটার বা মোবাইলে যাবতীত গান বাজনা সব মুছে ফেলুন। আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান বুঝ দান করুক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গান ও বাজনার মধ্যে নানা ধরনরে ক্ষতিকর দিক রয়েছে। যেমন- ক) এটা নিফাক্ব এর উৎস খ) ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী গ) মস্তিষ্কের উপর আবরণ তৈরিকারী ঘ) কুরআনের প্রতি অনিহা সৃষ্টিকারী ঙ) আখিরাতের চিন্তা নির্মূলকারী চ) গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও ছ) জিহাদী চেতনা বিনষ্টকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ