আজ দুপুরে ঘুমানোর পর সপ্নে দেখি একটা বাজারে একজন কলা বিক্রেতা বিশাল আকারের পাঁকা কলা নিয়ে বসে আছে,,, দাম জিজ্ঞেস করলাম সে অনেক দাম বললো দামটা কত ইলেছিলো মনে নেই,,, তারপর সে একটা ভ্যানগাড়ির কাছে নিয়ে গেলো ভ্যানের উপর বোঝাই করা আখের মতো চিকন চিকন গাছ ছিলো,,, লোকটা বললো আপনি এতো দাম দিয়ে কলা কিনতে না পারলে গাছ কিনে নিয়ে যান ভালো কলা ফলবে।।।

 আশাকরি সঠিক ব্যাখ্যা পাবো 


শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ভবিষ্যতে আপনি সংকটে পরতে যাচ্ছেন।


উল্লেখ্য বাস্তব ভিক্তিতে আমি এগুলা বিশ্বাস করিনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ