শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

না, নিল আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করেননি। গুজব রটানো হয়েছিল নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যখন চাঁদে অবতরণ করেন, তখন আর্মস্ট্রং একটি অদ্ভুত আওয়াজ শুনেন। ঐ অদ্ভুত আওয়াজ নাকি তিনি মিশর ভ্রমণে গিয়েও শ্রবণ করেন। তারপর তাকে এক আরব বলেন, এটা আজানের শব্দ এবং এটা জেনে আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এসব সম্পূর্ণ অসত্য প্রচারণা। ১৯৮৩ সালের ১৪ জুলাই আর্মস্ট্রংয়ের প্রশাসনিক সচিব ভিভিয়ান হোয়াইট মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের লেবানন শহর থেকে লেখা এক পত্রে আর্মস্ট্রংয়ের ইসলাম গ্রহণের দাবিকে ভিত্তিহীন অভিহিত করেন। ২০০৫ সালে আর্মস্ট্রংয়ের স্বরচিত আত্মজীবনী ফার্স্ট ম্যান:দ্য লাইফ অব নিল আর্মস্ট্রংয়েও ইসলামে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি মিথ্যা বলে আখ্যা পেয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ