talukdernbt

Call

চারটা কারণে। প্রথমত, ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলা করে। এতে সহস্রাধিক মার্কিন সৈন্য নিহত হন। ক্ষুব্ধ প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তখন বলেন, পার্ল হারবার, ডিসেম্বর সেভেন, ১৯৪১। দিজ ইজ দ্য ডে উই লিভ ইন ইনফ্যামি। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই মিত্রশক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ আগ্রাসী হয়ে ওঠে। জাপানের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহা তখনই জেগে ওঠেছিল। দ্বিতীয়ত, অক্ষশক্তির অন্যান্য  দেশ যুদ্ধ শেষ করলেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তাই তাদের জবাব দেওয়ার প্রয়োজন পড়ে। তৃতীয়ত, মানুষের উপর  পরমাণু বোমা কতটা কার্যকর সেটাও মার্কিন সেনাবাহিনী পরীক্ষা করে  দেখতে চেয়েছিল। চতুর্থত, পরমাণু বোমা নির্মাণের সঙ্গে অনেক জার্মান বিজ্ঞানী জড়িত ছিলেন। তারা নিজের দেশের মানুষের উপর পরমাণু বোমা নিক্ষেপ সমর্থন করতে পারেননি । এসব কারণেই জার্মানিতে না ফেলে বোমা জাপানে ফেলা হয়েছিল। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ