Call

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুইজন মহিলা ছিল। তাদের সাথে দুইটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল।

সঙ্গের একজন মহিলা বললো, তোমার ছেলেটিই বাঘে নিয়ে গেছে।

অন্য মহিলাটি বললো, না, বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে।

অতঃপর উভয় মহিলাই দাঊদ (আঃ) এর নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন।

অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাঊদ (আঃ) এর পুত্র সুলায়মান (আঃ) এর নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দুইজনে তাকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আস। আমি ছেলেটিকে দুই টুকরা করে তাদের দুইজনের মধ্যে ভাগ করে দেই।

একথা শুনে অল্পবয়স্কা মহিলাটি বলে উঠলো, তা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন। ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্পবয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন।


(সহিহ বুখারী, হাদিস নাম্বারঃ ৩৪২৭ হাদিসের মান সহিহ)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ