talukdernbt

Call

পদের ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত পদকে বলা হয় উপপদ। আর উপপদ+কৃদন্ত পদ= উপপদ তৎপুরুষ সমান। আর  দুইটি পদ, যাদের কেউই বিশেষণ নয়, গঠিত হয়ে যদি একটি পদ গঠন করে যা দুইটির কোনোটিরই অর্থ বহন করে না, সেটি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। সাধারণভাবে দেখে এদের পার্থক্য বোঝা কঠিন। তবে খেয়াল রাখতে হবে, উপপদ যেহেতু তৎপুরুষ সমাস, তাই পূর্বপদের  বিভক্তি অবশ্যই লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। কিন্তু ব্যধিকরণ বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না। এটাই হলো তাদের মূল পার্থক্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ