Share with your friends

যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে দরকার প্রথমে পর্যাপ্ত ধৈর্য আর শিখার মনোভাব। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবেন সেটা জেনেই শেখা শুরু করতে হবে । সবার শিখার পদ্ধতি এক রকম নয় । কেউ কারো থেকে দেখে দেখে শিখে, কেউ নিজে নিজে শিখে, কেউ লিখে লিখে শিখে, কেউ আবার শুধু কোড বুজে বুজে শিখে ফেলতে পারে। আপনি যে পদ্ধতিতে শিখতে পছন্দ করেন সেই ভাবে এগিয়ে যাবেন।

  • যদি দেখে দেখে শিখতে হয় তাহলে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো এইচটিএমএল সহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল ফ্রিতে দিয়ে থাকে । W3school থেকে কোড দেখে দেখে এরপর try yourself এ নিজে লিখে শিখতে পারেন।
  • যদি বুজে বুজে করতে চান তাহলে ইউটিউব এ অনেকগুলো বাংলা চ্যানেল আছে যেগুলো এইচটিএমএল প্রোগ্রামিং শিখিয়ে থাকে টিউটোরিয়াল এর মাধ্যমে ।

 

Talk Doctor Online in Bissoy App